ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে জবি’র ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০০:১৪, ১৭ মে ২০১৬

ট্রেনে কাটা পড়ে জবি’র ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁয়ের নাখালপাড়ার রেললাইনের ট্রেনে কাটা পড়ে ওবায়দুল্লাহ (২১) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। হিনতে ওবায়দুল্লাহ জবি’র অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিল। তারা বাবার নাম রফিকুল ইসলাম। গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওবায়দুল্লাহ মোবাইল কানে নিয়ে কথা বলছিল। আর আইসক্রিম খেতে খেতে রেল লাইনে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা-সিলেটগামী জয়ন্তীকা এক্সেপ্রেসের ট্রেনে কাটা পড়ে সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঢাকার রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) রাসেদ রানা জানান, নিহত তেজগাঁয়ের নাখালপাড়া এলাকায় থাকত। খবর পেয়ে বিকেল ৩টার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
×