ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীর লিচুর হাট জমে উঠেছে

প্রকাশিত: ২১:০৯, ১৭ মে ২০১৬

ঈশ্বরদীর লিচুর হাট জমে উঠেছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ লিচুর রাজধানী বলে খ্যাত ঈশ্বরদীতে উৎপাদিত লিচুর সারা দেশেই কদর ও সুনাম রয়েছে । বর্তমানে ুলিচু গাছের প্রতিটি ডালে থোকায় থোকায় লিচু পেকে টকটকে লালচে হলুদ রঙ ধারণ করতে শুরু করেছে। ঈশ্বরদীর জয়নগর লিচু হাটে ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পাইকারী লিচু ক্রেতার পদভারে সরগরম হয়ে উঠেছে। চাষিদের আশানুরূপ ফলন না হলেও মোটামুটি ভাল ফলন হয়েছে। দেশীয় লিচু চাষিরা খরার কারণে কিছুটা বিপাকে পড়লেও বোম্বাই লিচু চাষিদের বড় কোন প্রাকৃতিক দুর্যোগ বা খরা পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। চৈত্রের শুরতে ও বৈশাখের শেষে প্রায়ই বৃষ্টি হওয়ায় লিচু গাছে তেমনভাবে পানিও দিতে হয়নি। গত মৌসুমের তুলনায় এবারে সম্প্রসারিত হয়ে ২৭’শ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। ইতোমধ্যে দেশি, বোম্বাই, চাইনা ৩, মোজাফফর জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে। এই লিচু প্রতি হাজার ২হাজার থেকে ২৫’শ টাকা পর্যন্ত দরে আবার কোন কোন সময় ৩ হাজার টাকাও কোয়ালিটি অনুযায়ি বিক্রি হচ্ছে। তবে অন্যন্য জাতের লিচুর পরিমাণ কম। ঈশ্বরদীতে বোম্বাই লিচুই বেশি পরিমাণে উৎপাদিত হয়। সবকিছু মিলিয়ে চলতি মৌসুমে ঈশ্বরদীতে ৩’শ থেকে সাড়ে তিনশত কোটি টাকার লিচু বিক্রি হবে বলে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট লিচু ব্যবসায়ী ও চাষিরা
×