ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে গুজব ছড়িয়ে ফের পুলিশের উপর হামলার চেষ্টা

প্রকাশিত: ২১:০৭, ১৭ মে ২০১৬

বাঁশখালীতে গুজব ছড়িয়ে ফের পুলিশের উপর হামলার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক কয়লা বিদ্যুৎ বিরোধী সংগঠনের আহবায়ক ও বিএনপি নেতা লেয়াকত আলীর বাবা সুস্থ রয়েছে। প্রকৃত পক্ষে দুধু মিয়া এজমা ও হাপানী রোগী। স্বাভাবিকত পুলিশ আটকের পর তার শ্বাসকষ্ট একটু বেড়ে যায়। পরে তাকে মেডিকেলে চেকআপ করিয়ে পুনরায় লকআপে ফিরিয়ে নিয়ে আসে। পুলিশের এ অভিযানকে কেন্দ্র করে লেয়াকত গ্র“প এলাকায় গুজব ছড়িয়ে পুলিশের উপর ফের হামলার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এদিকে সোমবার সন্ধ্যায় ওই নেতার বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে তার পিতা হাজী দুধু মিয়া (৭২) কে আটক করেছিল। এসময় তার বাড়ীতে তল্লাশী চালিয়ে দুটি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করেছে। আজ মঙ্গলবার আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জনকন্ঠকে জানান, আটক লেয়াকত আলীর পিতা সুস্থ রয়েছে। তাকে গ্রেফতারের পর লেয়াকত গ্র“পের লোকজন এলাকায় সে মারা গিয়েছেন বলে গুজব ছড়িয়ে দিয়েছে। যা প্রকৃত পক্ষে সত্য নয়। একটি মহল পুলিশের অভিযানে বাঁধা দেওয়ারও চেষ্টা চালায়। দুস্কৃতিকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিকালে গণমাধ্যমকে ব্রিফিং করা হবে বলেও তিনি জানান।
×