ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তার কারণে বন্ধ হল উগান্ডায় সোশ্যাল মিডিয়া

প্রকাশিত: ১৮:২৪, ১৭ মে ২০১৬

নিরাপত্তার কারণে বন্ধ হল উগান্ডায় সোশ্যাল মিডিয়া

অনলাইন ডেস্ক॥ উগান্ডায় প্রেসিডেন্ট মুসেভিনি-এর অভিষেককে সামনে রেখে সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে 'হেইট স্পিচ' শঙ্কায় সোশ্যাল মিডিয়াগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উগান্ডায় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছর ১৮ই ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচনের প্রাক্কালে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটার বন্ধ করে দেওয়া হয়। দেশের ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলি জানায়, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতে তাদের উপর একটি নির্দেশ জারি করা হয়েছে। 'রোক টেলিকন' (Roke Telecon) নামের একটি প্রতিষ্ঠান একট বিবৃতিতে জানায়, ‘আমাদের নিয়ন্ত্রক সংস্থা উগান্ডা কমিউনিকেশনস্‌ কমিশন (UCC) থেকে নিরাপত্তার কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এর আগে বুধবারে বিরোধী দলীয় নেতা ড. কিজ্জা বেসিগইয়ে-এর শপথ নেওয়ার গুজব ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। বেসিগইয়ে-এর দাবি, ফেব্রুয়ারি নির্বাচনে তিনি ৫২ শতাংশ সমর্থন পেয়েছেন। কিন্তু উগান্ডা সুপ্রিম কোর্ট মুসেভিনি-এর জয় নিশ্চিত করে দেয়।
×