ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে মায়ের সঙ্গে মোদি

প্রকাশিত: ০৬:২৬, ১৭ মে ২০১৬

প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে মায়ের সঙ্গে মোদি

ভারতের রাজধানী দিল্লির রেসকোর্স রোডের সরকারী বাসভবনে মা হিরাবেনের প্রথমবার বেড়াতে আসার বেশ কয়েকটি ছবি রবিবার সন্ধ্যায় ট্যুইটার এ্যাকাউন্টে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ভবনটিতে মোদি প্রায় দুইবছর ধরে বসবাস করছেন। হিরাবেন গুজরাটে তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার পর মোদি তার সরকারী বাসভবনে মায়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি রবিবার সন্ধ্যায় ট্যুইটার এ্যাকাউন্টে পোস্ট করেন। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার মা গুজরাট ফিরে গেছেন। দীর্ঘদিন পর দারুণ সময় কাটিয়েছি তার সঙ্গে। -এনডিটিভি এ যাবৎকালের উষ্ণতম মাস এপ্রিল চলতি বছরের এপ্রিল মাস এ যাবৎকালের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে চিহ্নিত হয়েছে গোটা বিশ্বে এবং পর পর সপ্তম মাস হিসেবে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করেছে মাসটি। সংরক্ষণকৃত আবহওয়ার অতীত সব রেকর্ড ভঙ্গ করেছে এপ্রিলের তাপমাত্রা এবং এ উষ্ণতার ব্যবধান আগে আর দেখা যায়নি। এদিকে, ব্রিটেনের এক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড হুঁশিয়ার করে দিয়েছে যে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী এক শ’ কোটিরও বেশি লোক ২০৬০ সালের মধ্যে বন্যার ঝুঁকিতে পড়বে। আর যুক্তরাষ্ট্র, চীন ও ভারত সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে বলে সংস্থাটির সাম্প্রতিক করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। -গার্ডিয়ান ও বিবিসি
×