ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পলাশবাড়ীতে প্রার্থীদের আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

প্রকাশিত: ২৩:৩৬, ১৬ মে ২০১৬

পলাশবাড়ীতে প্রার্থীদের আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫ম ধাপে ৯টি ইউনিয়নের ৬টি ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। তবে নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রার্থীরা নানাভাবে আচরণবিধি লংঘন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে নির্বাচনী এলাকায় দেয়াল, ঘরের বেড়া, গাছে এবং যানবাহনে আঠা দিয়ে সেঁটে পোষ্টার, লিফলেট লাগানো নিষিদ্ধ হলেও সে নিয়ম কেউ মানছে না। রশি দিয়ে পোষ্টার না ঝুলিয়ে সর্বত্র আঠা দিয়ে সেঁটে লাগানো হচ্ছে। এছাড়া দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারের বিধান থাকলেও তা লংঘন করে সকাল থেকে অনেক রাত অবধি মাইকে প্রচার করা হচ্ছে বলে অভিযোগে জানা গেছে। নির্বাচনী আচরণে থাকলেও প্রত্যন্ত অঞ্চলে সকাল ১০টা থেকেই অনেক রাত পর্যন্ত প্রার্থীর পক্ষে মাইকে প্রচার চালানো হচ্ছে। এব্যাপারে প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
×