ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালের মেধাবী ছাত্র সর্বজিৎ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:২১, ১৬ মে ২০১৬

বরিশালের মেধাবী ছাত্র সর্বজিৎ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম বিষয়ে ফেল উল্লেখ থাকায় আত্মহত্যা করেছে মেধাবী ছাত্র সর্বজিৎ ঘোষ হৃদয়। পরবর্তী ফলাফলে হৃদয় হিন্দু ধর্মে পাশ করেছে মেধা তালিকায় উন্নীত হয়। বিষয়টি শিক্ষার বোর্ডের দায়িত্বহীনতায় সর্বজিৎকে হত্যায় ঠেলে দেয়া হয়েছে বলে মনে করে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে সোমবার সকাল দশটায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সর্বজিতের সহপাঠী, অভিভাবক, সচেতন বরিশালবাসী ও বন্ধু মহলের আয়োজনে প্রায় দু’ঘন্টাব্যাপী প্রতিবাদী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মেধাবী ছাত্র সর্বজিৎ উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফল প্রকাশের দিন স্কুলে গিয়ে দেখতে পায় হিন্দু ধর্মে সে ফেল করেছে। এ কলঙ্ক সইতে না পেরে সে প্যারারা রোডের নির্মানাধীন বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। বক্তারা আরও বলেন, মেধাবী ছাত্র সর্বজিৎ মারা যায়নি তাকে হত্যা করা হয়েছে। এর দায়িত্ব শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের নিতে হবে। ভুল ফলাফল প্রকাশের নেপথ্যে জড়িতদের এই হত্যার দায়ে গ্রেফতার করার দাবি করেন বক্তারা। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান ও সর্বজিতের সহপাঠীরা।
×