ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

প্রকাশিত: ২২:০৯, ১৬ মে ২০১৬

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ।। টানা ৩ দিনের পতন শেষে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার এইসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির। আর দর কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৭ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৩ কোটি টকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
×