ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনা জেল সুপারের বাসায় বোমা হামলা

প্রকাশিত: ০৮:২২, ১৬ মে ২০১৬

খুলনা জেল সুপারের বাসায় বোমা  হামলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ কামরুল ইসলামের সরকারী বাসভব লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কারও কোন ক্ষতি হয়নি। তবে জেল সুপারের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। ব্যক্তিগত ক্ষোভ অথবা নাশকতার উদ্দেশে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। জানা গেছে, খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ কামরুল ইসলাম কারাগারে দায়িত্ব পালন শেষে পাশেই খুলনা জেনারেল হাসপাতাল রোডে (জেনারেল হাসপাতাল সংলগ্ন) তার সরকারী বাসভবনে যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে সরকারী গাড়িতে করে বাইরে বের হচ্ছিলেন। সপরিবারে তিনি গাড়িতে উঠে রওনা হওয়ামাত্রই গেটের আনুমানিক ২০ থেকে ২৫ হাত দূরে গাড়ির সামনে বিকট আওয়াজে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির হেডলাইট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার আকস্মিকতায় তিনি স্ত্রী-কন্যাকে নিয়ে দ্রুত বাসভবনে প্রবেশ করেন। ঘটনার পর কারাগার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×