ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ॥ আটক ৩

প্রকাশিত: ০৫:৪৮, ১৬ মে ২০১৬

বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ॥ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৫ মে ॥ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় রবিবার পুলিশ তিনজনকে আটক করেছে। রবিবার ভোরে নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ইতারিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জিয়াউর রহমান (২৫), আবদুর রহিম (৪০) ও ছা মং চাক (৪৫)। এর মধ্যে জিয়াউর রহমান ও আবদুর রহিম মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। এদিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্তি ডিআইজি মোঃ সাখাওয়াত হোসেন দাবি করেছেন, ভিক্ষু হত্যার ঘটনাটির অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। হত্যাকান্ডের প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় বৌদ্ধ অনুসারীরা মানববন্ধন করেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান সদর হাসপাতালে বৌদ্ধ ভিক্ষুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বান্দরবান সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও প্রবীর চন্দ্র বণিক বলেন, আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি, প্রতিবেদন পুলিশকে বুঝিয়ে দেব। শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারির উপর চাকপাড়া বৌদ্ধ মন্দিরের ভেতরে মং শু উকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মং শু উ মৃত অংথোয়াই চাকের ছেলে। শনিবার সন্ধ্যায় নিহতের ছেলে চিং সা উ চাক বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা মংবাচিং চাক বলেন, এই ঘটনায় এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তার জানা মতো ভান্তের সঙ্গে এলাকার কারও বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি। ঘটনার পর থেকে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে বলে লামা সার্কেল আল মাহমুদ জানান। তিনি আরও জানান, ঘটনার আসল রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে এই হত্যাকা-ের প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় বৌদ্ধ অনুসারীরা মানববন্ধন করেছে। অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক বিবৃতিতে এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে। বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।
×