ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিকদের গ্রেফতার করা হবে

বন্ধ কল-কারখানা অধিগ্রহণ করার নির্দেশ মাদুরোর

প্রকাশিত: ০৪:২৩, ১৬ মে ২০১৬

বন্ধ কল-কারখানা অধিগ্রহণ করার নির্দেশ মাদুরোর

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার নতুন জরুরী ফরমানের আওতায় ব্যাপক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি বুর্জোয়াদের কারণে অচল হয়ে পড়া কল-কারখানাগুলো অধিগ্রহণ এবং এর মালিকদের গ্রেফতার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। জরুরী অবস্থা ঘোষণার একদিন পর মাদুরো যে কোন পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি তার ভাষায় বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ জরুরী অবস্থা জারি করেন। ভেনিজুয়েলায় তীব্র অর্থনৈতিক সঙ্কট চলছে। আর এ জন্য মাদুরোকে দায়ী করা হচ্ছে। এদিকে কারখানাগুলো অচল হয়ে পড়ায় দেশটিতে খাদ্য সঙ্কট , মূল্য বৃদ্ধি, দাঙ্গা ও লুটপাটের মতো ঘটনা ঘটছে। নির্বাচিত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, তার দেশকে অস্থিতিশীল করতে ভেনিজুয়েলার দক্ষিণপন্থীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। কারাকাসে সমর্থকদের উদ্দেশে মাদুরো বলেন, বুর্জোয়াদের কারণে অচল হয়ে পড়া কারখানাগুলোতে উৎপাদনশীল অবস্থা ফিরিয়ে আনতে আমরা অবশ্যই সব ধরনের পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, উৎপাদন বন্ধের যে কোন চেষ্টাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে এতে জড়িতদের গ্রেফতার করা হবে। -এএফপি
×