ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেপুটি গবর্নর নিয়োগে ৩ প্রার্থীর নাম সুপারিশ

প্রকাশিত: ০৪:২১, ১৬ মে ২০১৬

ডেপুটি গবর্নর নিয়োগে ৩ প্রার্থীর নাম সুপারিশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর পদে নিয়োগের জন্য তিন প্রার্থীর নাম সুপারিশ করেছে সার্চ কমিটি। রবিবার কেন্দ্রীয় ব্যাংকে বৈঠক শেষে কমিটির প্রধান কাজী খলীকুজ্জমান এ কথা জানান। তিনি বলেন, আজকে আমাদের শেষে বৈঠক ছিল। ২১ জনকে আমরা ডেকেছিলাম, এর মধ্যে তিনজন আসেনি। যারা এসেছিল তাদের মধ্যে আমরা সব যাচাই-বাছাই করে সবচেয়ে যে তিনজনকে উত্তম মনে হয়েছে তাদের নাম সুপারিশ করেছি। এখন সরকার যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে কাকে এবং কবে নিয়োগ দেয়া হবে। নিয়োগ দেয়ার আগে এনএসআইয়ের মাধ্যমে তদন্ত করবে। সুপারিশকৃত নাম জানতে চাইলে তিনি বলেন, এর বেশি কিছু বলতে পারব না। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের এ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার শ্রীলঙ্কা ও ফিলিপিন্সে স্থানান্তরিত করে দুর্বৃত্তরা। এর প্রায় এক মাস পর ফিলিপিন্সের ইনকোয়ারার পত্রিকায় অর্থ পাচার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর রিজার্ভ চুরির বিষয়টি ফাঁস হয়। এ ঘটনার জের ধরে গবর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান। একইসঙ্গে আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে ডেপুটি গবর্নরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপরই নতুন ডেপুটি গবর্নর নিয়োগের জন্য কাজী খলীকুজ্জমানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন গবর্নর ফজলে কবির, বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুর্শিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোকুলচাঁদ দাস। কমিটি গত মার্চের শেষের দিকে ডেপুটি গবর্নর পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। ডিজি নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারির পর নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৬০টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে বাছাই করে ২১ জনকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়।
×