ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পূর্বধলায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা॥ মোটরসাইকেল ভাংচুর

প্রকাশিত: ০১:৪১, ১৫ মে ২০১৬

পূর্বধলায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা॥ মোটরসাইকেল ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নে রবিবার সকালে নির্বাচনী প্রতিপক্ষের হামলায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ৮-১০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় চারটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। আহত স্বতন্ত্র প্রার্থী আল আমিনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী আল আমিন জানান, রবিবার সকাল ১০টার দিকে তিনি ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বালুচড়া এলাকায় গেলে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আমজাদ হোসেনের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার হাতের কয়েক স্থানে কেটে যায়। এছাড়া ফয়জুল্লাহ, হাসান মিয়া ও ইজাজুল ইসলামসহ তার ৮-১০ জন সমর্থক আহত হয়। এসময় তারা চারটি মোটর সাইকেলও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আল আমিন আরও অভিযোগ করেন, এর আগের দিন রাতেও তিনি সরিষতলা বাজারে প্রচারে গেলে সেখানেও নৌকার সমর্থকরা হামলার চেষ্টা চালায়। এ ব্যাপারে নৌকার প্রার্থী আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী আল আমিন ও তার লোকজন আমার পোস্টার ছেঁড়ার সময় জনতার ধাওয়ায় পরে গিয়ে আহত হয়। জানা গেছে, আমজাদ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সহোদর ভাই।
×