ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবা ও সৎমাকে হত্যাকারী চার ছেলেকে ১১ বছর পর গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪১, ১৫ মে ২০১৬

বাবা ও সৎমাকে হত্যাকারী চার ছেলেকে ১১ বছর পর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৪ মে ॥ গাজীপুরে নিখোঁজের প্রায় ১১ বছর পর বাবা, সৎ মা ও ভাইকে হত্যার দায় স্বীকার করেছে চার ভাই। এ ঘটনায় শনিবার চারভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ রমজান আলী (৫০), মোঃ বাবুল হোসেন (৩৭), মোঃ আরফান আলী (৩৫), মোঃ আকরাম আলী (৩০)। অভিযানকালে তাদের অপর ভাই আহসান হাবিব (৪৫) পালিয়ে যায়। র‌্যাব জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকার মোহাম্মদ আলী (৬০), তার দ্বিতীয় স্ত্রী চায়না খাতুন (২৫) এবং তাদের ৪ চার বছরের পুত্র সন্তান ইমরান আলী ২০০৫ সালে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাদের সম্পর্কে খোঁজ নিলে মোহাম্মদ আলীর প্রথম পক্ষের সন্তানেরা জানায়, তাদের বাবা রাগ করে দ্বিতীয় স্ত্রী ও পুত্রকে নিয়ে রংপুর চলে গেছে। পরবর্তীতে জামাতা, কন্যা ও নাতির কোন খবর না পেয়ে চায়না খাতুনের মা র‌্যাবকে ঘটনা জানান। অভিযোগ পেয়ে র‌্যাব-১ বিষয়টি নিয়ে তদন্তে নামে। নিখোঁজ ওই তিনজনের হদিস না পেয়ে তদন্তের একপর্যায়ে শনিবার সকালে এএসপি মোহাম্মদ নাজমুল হাসান রাজিবের নেতৃত্বে র‌্যাব-১ এর সদসরা গাজীপুর মহানগরীর বাসন এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ওই ৪ ভাইকে আটক করে। অভিযানকালে তাদের অপর ভাই আহসান হাবিব (৪৫) পালিয়ে যায়।
×