ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব অর্থনীতির ॥ টুতরো খবর

প্রকাশিত: ০৬:৪৬, ১৫ মে ২০১৬

বিশ্ব অর্থনীতির ॥ টুতরো খবর

সঙ্কটে বিশ্ব অর্থনীতি সঙ্কট বাড়ছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্ট পর্যালোচনা কওে দেখা যায় যে, বিশ্বের অর্থনীতি আরও দুর্বল হয়েছে। অদূর ভবিষ্যতে উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বব্যাপী সম্পদের দাম কমে যাওয়া এবং অর্থনৈতিক উত্থান-পতন বেড়ে যাবার কারণে বাজে পরিস্থিতির দিকে এগুচ্ছে অর্থনীতি। আইএমএফের মতে, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর অর্থনীতিও এগুচ্ছে কম। অর্থনীতির প্রবৃদ্ধি কমার পেছনে বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমে যাওয়াকেও দায়ী করেছে আইএমএফ। ‘বাংলালিংক’ তরমুজের চাহিদা বেশি তরমুজের নাম কালি ও বাংলালিংক। শুনতে খটকা লাগলেও পাইকারি বাজারে এসব নামেই হরমামেশা বিক্রি হচ্ছে তরমুজ। তরমুজ চাষীরা আড়তে এসে পাইকারদের সঙ্গে বাংলালিংক, কালি নাম নিয়ে তরমুজের দরদাম ঠিক করছেন। তরমুজের বাহিরের অংশ সবুজ রঙের হলেও ভেতরটা দেখতে লাল টুকটুকে। এই লাল টুকটুকে অংশের উপরিভাগ দেখতে দানার মতো। দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি সুস্বাদু। নাম তার ‘বাংলালিংক’ তরমুজ। বাজারে চাহিদাও বেশি এই তরমুজের। কচুর লতি চাষে ৫০০ মানুষের কর্মসংস্থান দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকার অন্তত ২৫টি দেশে রফতানি হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কচুর লতি। এ লতি শুধু এ অঞ্চলের কৃষকদের ভাগ্যেরই পরিবর্তন করেনি, তৈরি করেছে স্থানীয় ৫ শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ। কচুর লতি বর্তমানে এ অঞ্চলের অন্যতম রফতানি পণ্য হওয়ায় প্রায় সারাদিনই পাচবিবির বটতলী এলাকায় বাজারে থাকছে ব্যবসায়ীদের আনাগোনা। সেইসঙ্গে কচুর লতির বিকিকিনি। জানা গেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে জয়পুরহাট জেলায় ২ হাজার ৪৩৫ হেক্টর জমিতে পানি কচুর লতির আবাদ হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ১১০ হেক্টর বেশি। এর মধ্যে শুধু পাঁচবিবি উপজেলায়ই ১ হাজার ৯০০ হেক্টর জমিতে এই লতির আবাদ হয়েছে। এবার জেলায় লতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার টন।
×