ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে নাশকতা ঠেকাতে এবার কাটা তারের বেড়া,ওয়াচ টাওয়ার

প্রকাশিত: ২২:১৪, ১৪ মে ২০১৬

সুন্দরবনে নাশকতা ঠেকাতে এবার কাটা তারের বেড়া,ওয়াচ টাওয়ার

বাবুল সরদার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জীববৈচিত্র্যে সুরক্ষাসহ আগুন দস্যুদের নাশকতা ঠেকাতে এবার বন সন্নিহিত সীমানায় কাটা তারের বেড়া দেওয়া হবে। একই সাথে এই রেঞ্জের ভরাট হয়ে যাওয়া খালসহ মিঠা পানির মাছের খনিখ্যাত ছোট-বড় ২৩টি বিলের প্রতিটি খনন করা হবে। এক মাসে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের বনে ৪ বার নাশকতা আগুন লাগার পর পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী ঘটনাস্থল পরিদশ শেষে এ ঘোষনা দেন। পবিবেশ ও বন মন্ত্রণালয় থেকে নির্দেশ আসার পর পূর্ব সুন্দরবন বিভাগ এখন দ্রুত প্রকল্প তৈরী করছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এ প্রকল্প বাস্তবায়িত হয়ে বনে যথেচ্ছার অবৈধ প্রবেশ ও নাশকতা হ্রাস পাবে। পাশাপাশি বাঘ-হরিণসহ বন্য প্রাণীর খাবার পানির উৎস্য সহজ হবে।
×