ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক রাহাত খানকে কিশোরগঞ্জে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২০:২৪, ১৪ মে ২০১৬

সাংবাদিক রাহাত খানকে কিশোরগঞ্জে সংবর্ধনা প্রদান

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানকে নিজ জন্মভূমি কিশোরগঞ্জে সংবর্ধনা দিয়েছে চন্দ্রাবতী ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবে চন্দ্রাবতী ফাউন্ডেশনের উপদেষ্টা ও তথ্য প্রযুক্তিবিদ মুক্তিযোদ্ধা শেখ কবির আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জয়ন্ত আচার্য, প্রফেসর আরজ আলী, সাংবাদিক ও লেখক মু আ লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান, সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সাবেক সভাপতি এ কে নাছিম খান, সংগঠনের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন পাঠান প্রমুখ। সংবর্ধনার জবাবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র চেয়ারম্যান রাহাত খান বলেন, নিজ জন্মভূমি কিশোরগঞ্জ হচ্ছে প্রাণের শহর। জীবনের যা কিছু প্রাপ্তি সবই কিশোরগঞ্জকে ঘিরে। তিনি বলেন, যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থাকব। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী অর্পণা খান বেশকিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। এ সময় দর্শক নন্দিত গান শুনতে ও স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান দেখতে নানা শ্রেণি পেশার বিপুলসংখ্যক দর্শক প্রেসক্লাব মিলনায়তনে ভিড় করেন।
×