ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আটকে গেল বাংলাদেশ বিমানের দরজা, ফ্লাইট বাতিল

প্রকাশিত: ২০:১৯, ১৪ মে ২০১৬

আটকে গেল বাংলাদেশ বিমানের দরজা, ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক॥ উড্ডয়নের আগে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের মাসকাটগামী একটি ফ্লাইটের দরজা বন্ধ না হওয়াতে সেটি বাতিল করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল ৯টায় বিজি-১২৩ নম্বর ফ্লাইটটি মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোডিং ব্রিজ দিয়ে যাত্রীরা বিমানের উঠে আসন গ্রহণ করেন। বোডিং ব্রিজ থেকে রানওয়েতে যাওয়ার জন্য প্রস্তুত বিমানটি বোডিং ব্রিজ সরে আসার আগেই পেছনে সরে আসে। এতে বিমানের দরজা বোডিং ব্রিজের সঙ্গে আটকে যায়। অনেক চেষ্টা করেও বিমানের দরজা আটকানো যায়নি। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়। ঢাকা থেকে আরেকটি বিমান এসে যাত্রীদের নিয়ে একটায় রওয়া দেওয়ার কথা রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার (ইমিগ্রেশন) পলাশ কান্তি নাথ বলেন, যাত্রীরা বিমানের ওঠার পর রানওয়েতে যাওয়ার জন্য বিমানটি কিছুটা পেছনে সরে আসে। কিন্তু তখনও বোডিং ব্রিজ সরে না আসার বিমানের দরজা আটকে যায়। পরে ফ্লাইটটি বাতিল করা হয়। মাসকাটগামী যাত্রীদের নিয়ে দুপুর একটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট যাত্রা করবে বলে জানান তিনি।
×