ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসহায় মানুষের চেয়ে সমকামিতার গুরুত্ব বেশি

প্রকাশিত: ২০:০৪, ১৪ মে ২০১৬

অসহায় মানুষের চেয়ে সমকামিতার গুরুত্ব বেশি

অনলাইন ডেস্ক॥ সহিংসতার মধ্যে বসবাসরত সিরিয়ার অসহায় মানুষদের চেয়ে পশ্চিমাদের কাছে সমকামিতা ও পশুকল্যাণের গুরুত্ব বেশি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। তুরস্কের উত্তর-পশ্চিমে এক জনসভায় শুক্রবার তিনি বলেন, পশ্চিমাদের মধ্যে এখনো দাস ব্যবস্থা ও উপনিবেশিক মানসিকতা বিদ্যমান রয়েছে। যারা ২৩ লাখ সিরীয়র পরিবর্তে সাগরের তিমি, সিল ও কচ্ছপের প্রতি সহানুভূতি দেখায়, তাদের প্রতি লজ্জা বলেও ধিক্কার জানান তুরস্কের প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসামুক্ত সুবিধায় তুর্কি নাগরিকদের ভ্রমণ সুবিধা নিশ্চিতের বিনিময়ে দেশটির সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের দাবি জানিয়েছিল ইউরোপী ইউনিয়ন। এর পরই পশ্চিমাদের কঠোর সমালোচনা শুরু করেন এরদোগান। অবশ্য এর মাত্র এক মাস আগে সিরীয় শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার চুক্তি করেছিল তুরস্ক।
×