ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে বিদ্যুত বিভাগে জনবল সঙ্কট

প্রকাশিত: ০৪:২৫, ১৪ মে ২০১৬

চাঁপাইয়ে বিদ্যুত বিভাগে জনবল  সঙ্কট

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বিদ্যুত বিভাগের বেহাল দশার কারণে প্রায় ৪ লাখ গ্রাহক সেবা পাচ্ছেন না। গ্রিডে সর্বক্ষণিক বিদ্যুত থাকলেও হচ্ছে ঘন ঘন লোডশেডিং। গত ১৫ দিনে ২৬১ বার বিদ্যুত গেছে। একবার বিদ্যুত গেলে আসতে সময় নেয় দুই ঘণ্টা বা তারও বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, কারিগরি জনবল, কর্মকর্তা ও লজিস্টিক সমর্থনের অভাবে বিদ্যুত বিতরণ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ধার করা জনবল দিয়ে চালু রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুত ব্যবস্থা। বিধান অনুসারে দুই হাজার গ্রাহকের জন্য একাধিক দক্ষ জনবলের প্রয়োজন হলেও রয়েছে মাত্র একজন করে। এর মধ্যে সৃষ্টি হয়েছে নতুন সঙ্কট। বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে জনবল টান দিয়ে সৃষ্টি করা হয়েছে একটি নতুন বিভাগের। ফলে গ্রাহক চাহিদামাফিক সেবা করা যাচ্ছে না। লেজেগোবরে অবস্থার সৃষ্টি হয়েছে পুরো বিভাগে। ৪৫ বছর আগের সৃষ্ট আবাসিক প্রকৌশলীর দফতরটি হঠাৎ করে দেড় বছর আগে দুই ভাগে বিভক্ত করা হলেও জনবল পূর্বের অবস্থায় রয়েছে। পুরো শহরে সাতটি ফিডারের মাধ্যমে বিদ্যুত বিতরণ করা হয়। কিন্তু কোন ফিডার নিয়ন্ত্রণে আলাদা কোন জনবল নেই। ফলে কোন অভিযোগ এলে তা নিষ্পত্তি করতে সপ্তাহ পেরিয়ে যায়। ফলে বাড়ছে জনদুর্ভোগ।
×