ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদ্রাসা হোস্টেলে ছাত্রের রহস্যজনক মৃত্যু শিক্ষককে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৪:২৫, ১৪ মে ২০১৬

মাদ্রাসা হোস্টেলে ছাত্রের  রহস্যজনক মৃত্যু  শিক্ষককে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ মে ॥ কুমিল্লায় মাদ্রাসা হোস্টেলে শাহপরান ওরফে ইব্রাহীম নামে ৮ম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি শাহপরান আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিনকে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শাহপরান সদর দক্ষিণ উপজেলার জোড়ামেহের গ্রামের কাঁচামালের ব্যবসায়ী মনির হোসেনের ছেলে এবং কোটবাড়িমুড়া দারুল সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জানা যায়, কোটবাড়িমুড়া দারুল সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র শাহপরান ওরফে ইব্রাহীমের (১৩) বাবা মনির হোসেনকে মোবাইল ফোনে তার ছেলে অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানায়। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং শাহপরানের মরদেহ দেখতে পান। এ সময় হাসপাতালের সম্মুখ থেকে মাদ্রাসা শাহপরানের স্বজন ও স্থানীয়রা ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আলাউদ্দিনকে আটক করে পিটুনী দিয়ে সদর দক্ষিণ থানা পুলিশের নিকট সোপর্দ করে।
×