ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে সবচেয়ে দূষিত ১০ শহরের ৪টি ভারতে

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ মে ২০১৬

বিশ্বে সবচেয়ে দূষিত ১০ শহরের ৪টি ভারতে

বিশ্বের যে ১০টি শহরের বায়ু সবচেয়ে দূষিত সেগুলোর মধ্যে চারটিরই অবস্থান ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ডব্লিউএইচও’র তালিকায় সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে ইরানের জাবল। তালিকায় এর পর স্থান পেয়েছে ভারতের গোয়ালিয়র এবং এলাহাবাদ শহর। এর পর স্থান পেয়েছে সৌদি আরবের দুটি শহর রাজধানী রিয়াদ এবং আল জুবেইল। আর তার পরই রয়েছে ভারতের আরও দুটি শহর পাটনা ও রায়পুর। ভারতের রাজধানী দিল্লী দূষিত শহরগুলোর মধ্যে ১১তম স্থানে রয়েছে। খবর বিবিসির। ক্ষুদ্র বস্তুকণা বাতাসে মিশে থাকার কারণে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সেসব মানবদেহে প্রবেশ করে স্ট্রোক, হৃদরোগ, পাকস্থলীর ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। ডব্লিউএইচও বলছে, বিশ্বে ৭০ লাখেরও বেশি অকালমৃত্যুর জন্য বায়ুদূষণ দায়ী। ডব্লিউএইচও এক গবেষণায় বিশ্বের ১০৩টি দেশের তিন হাজার শহর ও গ্রামে বায়ুর মান পরীক্ষা করেছে। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশগুলোর সরকারী প্রতিবেদন এবং অন্যান্য মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
×