ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তী জখম ॥ টাকা লুট

প্রকাশিত: ২৩:৪৩, ১৩ মে ২০১৬

সাভারে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তী  জখম ॥ টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে ডাকাতদের ছুরিকাঘাতে গৃতকর্তী গুরুতর জখম হয়েছে। এছাড়া, ছিনতাইকারীদের হামলায় দু’ হিজড়া গুরুতর আহত হয়েছে। তাদের কাছ থেকে লুট করা হয়েছে নগদ ২ লাখ টাকা, ৭ ভরির স্বর্ণালঙ্কার ও ২টি আইফোন। শুক্রবার পৌর এলাকার কাজী মোক্মা পাড়া ও শিমুলতলা এলাকায় পৃথক এ ঘটনা দু’টি ঘটে। জানা গেছে, ভোর রাত চারটার দিকে কাজী মোক্মাপাড়া এলাকায় গিরিধারী সাহার বাড়িতে ১০/১২ সদস্যের একটি দল ডাকাত প্রবেশ করে। ওই সময় গৃহকর্তী আভা রানী সাহা (৬৫) বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় তিনি ঘরের পাশে ডাকাতদের দেখে চিৎকার দিলে ডাকাতরা তাকে এলোপাথারী কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমুর্ষূ অবস্থায় দ্রুত সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরদিকে, ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় রুবেল ও বাঁধন নামের দু’ হিজড়া সদস্যকে পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা নগদ ২ লাখ টাকা, অনুমান ৭ ভরির স্বর্ণালঙ্কার ও ২টি আইফোন লুটকরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
×