ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন বছর পর তাহসান ও মম

প্রকাশিত: ২১:১৭, ১৩ মে ২০১৬

তিন বছর পর তাহসান ও মম

স্টাফ রিপোর্টার ॥ তিন বছর পর আবারও জুটি হয়ে অভিনয় করলেন তাহসান খান ও জাকিয়া বারি মম। শিহাব শাহীনের পরিচালনায় ‘রূপকথা এখন আর হয় না’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের। নাটকটি যৌথভাবে লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল ও মুনিরা মিঠু। তাহসান বলেন, শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে খুব বেশি সময় দেওয়া হয় না। তারপরও বিশেষ দিবসের নাটকের অভিনয় করি। দীর্ঘ বিরতীর পর শিহাব শাহীন ও মমর সঙ্গে অভিনয় করে ভালো লাগছে। এই নাটকে আমাকে দেখা যাবে একজন শিক্ষকের ভূমিকায়। এরচেয়ে বেশি কিছু আপাতত বলতে চাই না। মম বলেন, তাহসান ভাইয়ের সঙ্গে যেকোনো কাজই দারুণ উপভোগের। অনেকদিন পর তাহসান ভাইয়ের সঙ্গে অভিনয় করে দারুণ লাগছে। এতে আমাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। এই ধরণের চরিত্রে এর আগে আমি অভিনয় করেনি। শিহাব শাহীন বলেন, প্রায় তিন বছর আগে তাহসান ও মমকে নিয়ে ‘নীলপরি নীলাঞ্জনা’ নামের একটি নাটক করেছিলাম। তখন নাটকটি বেশ দর্শকপ্রিয় হয়েছিল। তখন থেকে অনেকেই আমাকে মুঠোফোনে বলেছেন তাহসান ও মমকে নিয়ে কাজের জন্য। মাঝে চলচ্চিত্র নিয়ে বেশি ব্যস্ত হওয়ায় হয়ে ওঠে নি। এবার আবারও তাদের নিয়ে কাজ করলাম। নতুন এই নাটকের গল্পটি এই শহরের। নাগরীক মানুষের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের প্রযোজনায় নাটকটি আসছে রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে। নাটক প্রসঙ্গে নিবাহী প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ভালো গল্পের ভালো নাটক হলেই আমাদের দেশের দর্শক আমাদের টিভি চ্যানেল দেখবেন। এটাই আমি বিশ্বাস করি। আর সেই জায়গা থেকে ভালো গল্পের নাটক প্রযোজন করছি। তাহসান ও মমর এই নাটকটি আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।
×