ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হোমনায় ভুট্টা চাষে কম খরচে অধিক লাভ

প্রকাশিত: ২৩:২২, ১২ মে ২০১৬

হোমনায় ভুট্টা চাষে কম খরচে অধিক লাভ

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি ॥ কুমিল্লার হোমনায় ভ্্ূট্টা চাষে ঝুকছেন কৃষক। অন্য ফসলের তুলনায় কম খরছে স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় ভ্ট্টূা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। ভূট্টার কচি পাতা গবাদি পশুর খাদ্য চাহিদা পূরণ করে। শুকনো ভূট্টা গাছ বাড়ির আঙ্গিনা বেড়া, সবজির মাঁচাসহ জ¦ালানী কাজে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এই ফসলের সাথে সাথি ফসল হিসেবে ধনিয়াপাতা চাষ করে বাড়তি টাকা করা যায়। ভূট্টায় রয়েছে কেরোটিন যা সুস্বাস্থ্যের জন্য সহায়ক। পুষ্টিগুণে সমৃদ্ধ এবং পোল্ট্রি খামারের জন্য অতিব প্রয়োজনী ফসল ভূট্টাউপজেলা কৃষি অফিসার মো. জুলফিকার আলী জানান, আমরা পরিক্ষামূলক ভাবে ১৩Ñ১৪ অর্থ বছরে উপজেলার নিলখী ইউনিয়নে কৃষক মালেকের ১ বিঘা জমিতে পূর্বঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এনকে ফরটি জাতের ভূট্টা চাষ শুরু করা হয়। এই ফসল লাভজনক হওয়ায় পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্প্রসারিত হয়ে চলতি অর্থ বছরে এর চাষাবাদ ছড়িয়েছে ৭ হেক্টর জমিতে। প্রতি বিঘা জমিতে ৮Ñ১০ খরচ হিসেবে প্রতি হেক্টরে খরচ হয় ৬০-৭৫ হাজার টাকা। আর উৎপাদন হয় ১১.৫ মেট্রিকটন বা ৩১৬.২৫মন যার অনুমান মূল্য পৌনে ২লক্ষ টাকা। মৌসুমে প্রতি হেক্টর জমিতে খরচ বাদে প্রায় লক্ষাধিক টাকা আয় করা সম্ভব।
×