ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে দুই ঘন্টা প্রতিক অনশন পালন করেছে ডিপ্লোমা এসোসিয়েশনের শিক্ষার্থীরা

প্রকাশিত: ২২:২৩, ১২ মে ২০১৬

রংপুরে দুই ঘন্টা প্রতিক অনশন পালন করেছে ডিপ্লোমা এসোসিয়েশনের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পাঁচ দফা দাবী আদায়ে রংপুরের ডিপ্লোমা এসোসিয়েশনের শিক্ষার্থীরা প্রতিক অনশন পালন করছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টার এই কর্মসুচি পালন করা হয় রংপুর প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে। বৃষ্টি উপেক্ষা করে ভিজে রাস্তায় বসে শত শত শিক্ষার্থী দাবির প্রতি সংহতি প্রকাশ করে। এসময় রংপুর নগরীর প্রধান সড়কে সব ধরনের যান চলাচলে বাধার সৃস্টি হয়। আন্দোলনকারীরা জানান, সারা দেশের ২শ’ ৩০টি ম্যাটস এর প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অবহেলিত। তাদের কোন উচ্চ শিক্ষার ব্যবস্থা নেই। এ কারনে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান সরকারের আশ্বাসের বানীতে কেটে গেছে ১৭ মাস। আগামী ১৬ মে’র মধ্যে দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসুচির কথা জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আনিছুজ্জামান, হাসিম হায়দার, তরুন চক্রবর্তী, নাসমা আখতারসহ প্রমুখ।
×