ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান সাদিক খানের

প্রকাশিত: ০৪:১৫, ১২ মে ২০১৬

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান সাদিক খানের

লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের ছাড় দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সাদিক খান বলেন, এটি শুধু আমার একার বিষয় নয়। এটি আমার পরিবার, বন্ধু এবং বিশ্বের সবার বিষয় যাদের একই ব্যাকগ্রাউন্ড রয়েছে। সাদিক খান যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন, ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের দুই দেশকেই কম নিরাপদ করে তুলতে পারে। খবর বিবিসির। সাদিক খান আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন বলে বিবিসিকে জানিয়েছেন। ডেমোক্র্যাট দলীয় মনোনয়নের লড়াইয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। সাদিক খান বলেন, আমি আশা করি তিনি (হিলারি) তাকে (ট্রাম্প) বড় ব্যবধানে পরাজিত করবেন। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করলেও লন্ডনের সদ্যনির্বাচিত প্রথম মুসলিম মেয়রকে ছাড় দেয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি (সাদিক) যুক্তরাষ্ট্র যেতে পারবেন না। মার্কিন ধনকুবের ট্রাম্প বলেছেন, ব্যতিক্রম সবসময়ই থাকে। গত নবেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন।
×