ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে দেড় মাসে সাত খুন

প্রকাশিত: ২১:২৫, ১১ মে ২০১৬

বরিশালে দেড় মাসে সাত খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বিভিন্ন উপজেলায় গত দেড় মাসে সাতটি খুনের ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন থানায় কোন হত্যার ঘটনা না ঘটলেও জেলার বাকেরগঞ্জে একটি, বানারীপাড়ায় একটি, মুলাদীতে দুটি ও হিজলায় একটি খুনের ঘটনা ঘটেছে। আর চলতি (মে) মাসে গৌরনদীতে একটি ও বাকেরগঞ্জে আরও একটি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া এপ্রিল মাসে জেলায় সর্বমোট ২৪৮টি অপরাধ সংঘঠিত হয়েছে। এরমধ্যে মেট্রোপলিটন থানাধীন ১০৬টি এবং জেলার অন্যান্য থানায় ১৪২টি ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সূত্রমতে, বরিশাল মেট্রোপলিটন ও জেলায় মাদকদ্রব্য অপরাধ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে পুরো জেলায় মোট ৬৬টি মাদকদ্রব্য মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে বরিশালে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নারী ও শিশু নির্যাতন। এপ্রিল মাসে মেট্রোপলিটন থানা এলাকায় ১০টি ও জেলায় ১৪টি নারী নির্যাতন এবং ১৮টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
×