ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে তৈরি হচ্ছে নিচু সেতু ॥ নৌ চলাচলে ঝুঁকি

প্রকাশিত: ০৫:১৭, ১১ মে ২০১৬

মুন্সীগঞ্জে তৈরি হচ্ছে নিচু সেতু ॥ নৌ চলাচলে ঝুঁকি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ যথাযথ উচ্চতা না রেখে সেতু নির্মাণ করায় এলাকাবাসীর মরণ ফাঁদে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারলেও সেতুর নিচ দিয়ে বর্ষা মৌসুমে নৌযান চলাচল দুরূহ হয়ে পড়বে। বর্তমান পানির স্তর থেকে সেতুটি প্রায় ১১ ফুট উচ্চতায় রয়েছে। এখান থেকে বর্ষা মৌসুমে আরও ৮ ফুট পানি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সেতুর নিচ দিয়ে যাতায়াতের জন্য মাত্র তিন ফুট জায়গা থাকবে, যা দিয়ে বর্ষা মৌসুমে নৌযানে কৃষিপণ্য নিয়ে চলাচল করা অসম্ভব ব্যাপার হয়ে পড়বে। বিষয়টি কর্তৃপক্ষকে এলাকাবাসী জানালেও তাতে কোন কর্ণপাত না করেই এর ঢালাইকাজ শুরু হয়েছে। সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মীর্জাকান্দা, মজিদপুর ও ভাড়ারিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতির শাখা নদীর উপরে স্থানীয় সরকার ইউএনআর-জিডিপি প্রকল্পের আওতায় বরাদ্ধকৃত প্রায় দুই কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৫৪ মিটার দীর্ঘ ও ৭.৩ মিটার প্রস্থ সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান এস সরকার (সরকার মোশারফ জয়েন্ট এন্টারপ্রাইজ) এন্টারপ্রাইজ সেতুটি নির্মাণ করছে। গত রবিবার তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ শুরু করলে এলাকাবাসী সাংবাদিকদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ, মীর্জাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে শাখা ইছামতি নদীর তীর দিয়ে বয়ে যাওয়া নিমতলা রাজানগর-শেখরনগর মীর্জাকান্দা সড়ক থেকে নবনির্মিত সেতুটি নিচু হওয়ায় বর্ষা মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের লোকজনের নৌকাযোগে চলাচলে বিঘœ সৃষ্টি হবে। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় কৃষিপণ্য পরিবহনে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ইতোপূর্বে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী এ নিয়ে তিন দফা এর কাজ বন্ধ রাখার জন্য অভিযোগ করেন। এলাকাবাসী আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী গণস্বাক্ষর করে অভিযোগ দেয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এস সরকার (সরকার মোশারফ জয়েন্ট এন্টারপ্রাইজ) এ বিষয়ে কোন কর্ণপাত না করে নিচু করেই সেতুর কাজ শুরু করে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আমিনূর ইসলাম বলেন, পরিকল্পনা মোতাবেক সেতুটি নির্মাণ করা হচ্ছে। উচ্চতা একটু কম হয়েছে বলে তিনি মনে করেন না। কারণ এর থেকে নিচু আরেকটি সেতু রয়েছে।
×