ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিসিআই ছাড়লেন মনোহর

প্রকাশিত: ০৫:১৩, ১১ মে ২০১৬

বিসিসিআই ছাড়লেন মনোহর

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে যোগ দিতেই স্বদেশের প্রশাসন থেকে তার এই সরে দাঁড়ানো। নিয়ম অনুযায়ী আইসিসির প্রধান ব্যক্তিকে হতে হবে স্বাধীন, ক্রিকেটের অন্য কোন পদেই তিনি থাকতে পারবেন না। গত বছর সেপ্টেম্বরে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বিসিসিআইর দায়িত্ব নিয়ে বিশ্বক্রিকেটে আশার আলো দেখান ৫৯ বছর বয়সী মনোহর। তিনি ‘তিন মোড়ল’ খ্যাত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্য সমর্থন করেননি। চেয়েছিলেন নিরপেক্ষ ‘এক’ নীতিতে থাকতে। তার এই সিদ্ধান্তে বর্তমান সচিব অনুরাগ ঠাকুর বিসিসিআইর নতুন সভাপতি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাবনার তালিকায় রয়েছেন শারদ পাওয়ার আর রাজীব শুক্লাও। ডালমিয়ার মৃত্যুর পর দারুণভাবে বিশ্বের প্রভাবশালী দেশটির ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলেছেন মনোহর, বিশেষ করে সততার সঙ্গে। তার অভাব বোর্ড অনুভব করবেন বলে অনেকেই মনে করছেন। উর্ধতন এক কর্তা বলেন, ‘এই মুহূর্তে পরবর্তী সভাপতি হিসেবে অনুরাগের সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ তিনিই মনোহরের কাছের মানুষ বলে পরিচিত। ডালমিয়ার মৃত্যুর পর সঙ্কটের মুহূর্তে সবকিছু বিচক্ষণতার সঙ্গে সামলেছিলেন অনুরাগ।’ ফলে দৌড়ে তিনিই এগিয়ে। এন শ্রীনিবাসন এর আগে একই সঙ্গে বিসিসিআই ও আইসিসির দায়িত্বে থেকে বিতর্কের জন্ম দিয়েছিলেন। পরিচ্ছন্ন ইমেজের অধিকারী মনোহর ব্যতিক্রম।
×