ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছয় দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ফরাসী নৌবাহিনীর জাহাজ

প্রকাশিত: ০৫:০৮, ১১ মে ২০১৬

ছয় দিনের শুভেচ্ছা  সফরে চট্টগ্রামে  ফরাসী নৌবাহিনীর  জাহাজ

ছয় দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ফরাসী নৌবাহিনীর জাহাজ একোনিট। মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এ্যাডমিরাল আখতার হাবীব তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট ও ডিফেন্স এ্যাটাশেসহ নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও নাবিকগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ তাকে অভ্যর্থনা জানায়। শুভেচ্ছা সফরে আগত ফরাসী জাহাজে ২০ কর্মকর্তা ও ১৪০ নাবিক রয়েছেন। ১২৫ মিটার দৈর্ঘ্যরে জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন লরেন্ট ম্যাকার্ড ডি গ্রেমন্ট। জাহাজটি চট্টগ্রামে অবস্থানকালে ফ্রান্সের ভারত মহাসাগর বিষয়ক ইনচার্জ রিয়ার এ্যাডমিরাল এনটনি ব্যুসেন্ট উক্ত জাহাজের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া তিনি চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডারসহ অন্যান্য নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আগামী ১৬ মে তিনি ঢাকায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং পিএসও,এএফডি’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। -আইএসপিআর
×