ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইঁদুর বাঁচাতে বিড়াল নিধন

প্রকাশিত: ০৪:০৭, ১১ মে ২০১৬

ইঁদুর বাঁচাতে বিড়াল নিধন

বিশ্বে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে বিড়াল ব্যবহার করা হলেও ব্যত্যয় ঘটেছে জাপানে। দেশটির কাগুশিমা প্রদেশের তিনটি দ্বীপের দু’শ’টি বিরল প্রজাতির ইঁদুর বাঁচাতে বনবিড়াল নিধন করার এক প্রকল্প চালু করেছে। প্রকল্প অনুযায়ী আমামি, তকুনিশিমা ও রিওকু দ্বীপের তিন হাজার বনবিড়াল মেরে ফেলা হয়েছে। প্রকল্পটি আগামী মাচ পর্যন্ত চালু থাকবে। ইঁদুরগুলোর সুরক্ষার জন্য ২০১৪ সালে পরিবেশ মন্ত্রণালয়ের চালু হওয়া এই প্রকল্পে বিড়াল ধরলে উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা রাখা হয়েছে। - ওয়েবসাইট
×