ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানামা পেপারসের তথ্য অনলাইনে প্রকাশ

প্রকাশিত: ১৮:৩৪, ১০ মে ২০১৬

পানামা পেপারসের তথ্য অনলাইনে প্রকাশ

অনলাইন ডেস্ক ॥ পানামা পেপার্স নামে পরিচিত ফাঁস হয়ে যাওয়া অফশোর অ্যাকাউন্টের তথ্যের একটি তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছে। offshoreleaks.icij.org ঠিকানায় জিএমটি সময় ১৮:০০ টা থেকে এই তথ্য সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। নিজেদের ওয়েবসাইটে তথ্য প্রকাশে পর অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আই সি আই জে বলছে, এই ডেটাবেজে উল্লেখিত সবাই যে অবৈধ কাজ করেছে তা নয়, তবে এর মাধ্যমে অনেকে কর ফাঁকি বা আর্থিক তথ্য লুকানোর চেষ্টা করতে পারে। আইনি প্রতিষ্ঠান মোজাক ফনসেকার ফাঁস হয়ে যাওয়া নথি, পানামা পেপার্সের মাধ্যমে বিশ্বের অনেক রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চিত্রতারকা এবং তারকা খেলোয়াড়দেরও গোপন সম্পদের খবর ফাঁস হয়ে যায়। জার্মান একটি পত্রিকার কাছে 'জন ডো' নামে পরিচিত একটি সূত্র এই তথ্যগুলো ফাঁস করে দেয়। পরবর্তীতে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই তথ্য প্রকাশ করে। তবে মোজাক ফনসেকা দাবী করছে, তারা বেআইনি কোন কাজ করেনি। তথ্য প্রকাশ না করার জন্য গত সপ্তাহে আই সি আই জের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিল মোজাক ফনসেকা। সূত্র : বিবিসি বাংলা
×