ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে নাইজিরীয় সেনা প্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৮:৫৪, ১০ মে ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে নাইজিরীয় সেনা প্রধানের সাক্ষাত

নাইজিরিয়ার সফররত সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল তুকুর ইউসুফ বুরাতাই সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বঙ্গভবনে নাইজিরিয়ার সেনা প্রধানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও নাইজিরিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে দু’দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। খবর বাসসর। রাষ্ট্রপতি বৈঠকে বাংলাদেশের সামরিক প্রশিক্ষন ইনস্টিটিউটের সক্ষমতা ও দক্ষতার উল্লেখ করে বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নাইজিরীয় সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান। ১৯৮৪ সালের পর থেকে নাইজিরীয় ৯৮ সেনা কর্মকর্তা বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের কর্মকা-ের উল্লেখ করে বলেন, নাইজিরীয় সেনা সদস্যরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারে। রাষ্ট্রপতি বলেন, নাইজিরীয় সেনা প্রধানের এই সফর দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ক আরও শক্তিশালী করবে।
×