ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন উপজেলা হচ্ছে কর্ণফুলী

প্রকাশিত: ০৫:৫৩, ১০ মে ২০১৬

নতুন উপজেলা হচ্ছে কর্ণফুলী

বিশেষ প্রতিনিধি ॥ দেশের ৪৯০তম উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে কর্ণফুলী। এ লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানাকে উপজেলা করার সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। ৯ মে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত নিকারের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, কর্ণফুলী উপজেলায় এক লাখ ৭২ হাজার ১৪০ মানুষ বসবাস করেন। পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়েছে। এর আগে দেশে ৪৮৯টি উপজেলা ছিল। কর্ণফুলী নতুন উপজেলা হলে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯০টি।
×