ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০১:০২, ৯ মে ২০১৬

বরিশালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সোমবার সকালে নগরীর সদর রোডের টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে বরিশাল প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, টেলিভিশন মিডিয়া এ্যাসোশিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থার স্থানীয় নেতৃবৃন্দসহ বরিশালে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমতলীর চিহ্নিত সন্ত্রাসী বিপ্লব ও তার ক্যাডার বাহিনীর হামলার স্বীকার হয়েছেন বরিশালের সাংবাদিক অপু রায়। এছাড়াও চট্টগ্রামের দু’সাংবাদিকসহ বরগুনায় এক সাংবাদিককে মারধর করেছে সন্ত্রাসীরা। একইভাবে সারাদেশের সাংবাদিক নির্যাতনের ঘটনায় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন, টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বিআরইউ এর সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ফেরদাউস সোহাগ প্রমূখ।
×