ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দামুড়হুদায় পৃথক সংঘর্ষে নারীসহ আহত ১৫

প্রকাশিত: ০০:১৮, ৯ মে ২০১৬

দামুড়হুদায় পৃথক সংঘর্ষে নারীসহ আহত ১৫

সংবাদদাতা,দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া ও ঠাকুরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার ফকিরপাড়া গ্রামের জহর আলীর সঙ্গে প্রতিবেশী ময়েনের জমি জমা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে জহর আলী (৫০), সুরুজ আলী (২৭), ময়েন আলী (৪২), ছমিরন নেছা (৩৮) ও সুমন (২২) গুরুতর আহত হয়। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় উপজেলার ঠাকুরপুর গ্রামের মেটা ও সাহেবসহ ৬/৭ জন রাস্তার উপর পাটখড়ির গাদা দিচ্ছিল। এ সময় প্রতিবেশী দীনমহাম্মদসহ তার লোকজন বাধা দেয়। এতে মেটা ও সাহেবসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে দীনমহাম্মদের লোকজনের ওপর হামলা চালিয়ে দীনমহাম্মদ (৫০), আরিফুল (৩৭), শরিফুল (২৭), আশরাফুল (২০), নুরইসলাম (৫০), ফজলুল হক (৪৮), মারুফা খাতুন (৩২) ও ফরিদুল (২৪) কে আহত করে। আহতদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করা হয়।
×