ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

প্রকাশিত: ০৬:৩৯, ৯ মে ২০১৬

৩শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক ৩০০ কোটি টাকা মূল্যের অরূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে। এই বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর ও বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। ব্যাসেল-৩ অনুযায়ী মূলধন শর্ত (টায়ার-২) পূরণে এই বন্ড ইস্যু করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×