ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে আগুন

প্রকাশিত: ০৬:২৮, ৯ মে ২০১৬

রায়পুরে আগুন

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৮ মে ॥ রায়পুরে অগ্নিকা-ে ৫ দোকান পুড়ে গেছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের মিয়াজি বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে জয়নাল, এমরান ও কবিরসহ ৫ জন আহত হয়েছে। এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ মে ॥ কলাপাড়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে এসএসসি পরীক্ষার্থী কলি রাণী (১৭)। নাচনাপাড়া গ্রামে আত্মহননের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কলি রাণী ঘরে রক্ষিত কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টার দিকে কলি রাণী মারা যায়। কলেজছাত্রী নয়দিন পর উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে অপহরণের নয়দিন পর শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নারায়ণপুর গ্রামের মুসলিম পরিবারের কলেজ পড়ুয়া কন্যাকে ২৯ এপ্রিল কৌশলে অপহরণ করে মশাং গ্রামের প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র হালদারের পুত্র গোপাল চন্দ্র হালদার রমেন। এ ঘটনায় ৩০ এপ্রিল অপহৃতার মা মাসুদা বেগম উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ছুরিকাঘাতে ছাত্রী আহত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৮ মে ॥ জেলায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে তার স্বামী। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা আহতের স্বামীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত ওই ছাত্রীর নাম ফাতেমা আক্তার (২০)। সে নরসিংদী জেলার মনোহরদী থানার দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে। প্রতিবাদ সভা নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৮ মে ॥ ফেনী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। বরিবার সকাল সাড়ে ১০টায় ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সাংবাদিক শাহজালাল রতনের সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ফেনী প্রেসক্লাবে হামলার ঘটনাটিকে পুলিশ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপর একটি মিথ্যা মামলা গ্রহণ করে। এমতাবস্থায় মামলাটির তদন্ত ভবিষ্যত নিয়ে সাংবাদিকরা সংশয় প্রকাশ করেন।
×