ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডকে বিদায় করে ফাইনালে ক্যারিবীয় মেয়েরা

প্রকাশিত: ০৩:১৭, ৩১ মার্চ ২০১৬

নিউজিল্যান্ডকে বিদায় করে ফাইনালে ক্যারিবীয় মেয়েরা

অনলাইন ডেস্ক ॥ আইসিসি প্রমীলা টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়েছে ক্যারিবীয় মেয়েরা। আগামী ৩ এপ্রিল ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিয়ানদের। দলীয় ১৮ রানে ওপেনার হেইলি ম্যাথুসের উইকেট হারিয়েছিল তারা। তবে অধিনায়ক স্টেফানি টেলর ও ওয়ানডাইনে নামা ব্রিটনি কুপারসের ৬০ রানের জুটিতে বিপদ সামলে নিয়েছিল তারা। আউট হওয়ার আগে ৪৮ বল মোকাবিলা করে ৬১ রানের ইনিংস খেলেছেন কুপারস। তার এই ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ক্যারিবীয়রা। জয়ের জন্য ১৪৪ রান তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ডের মেয়েরা। সেই চাপ সামলে ম্যাচটি আর জেতা হয়নি তাদের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৩৭ রান তুলতে সক্ষম হয়। ফলে ৬ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট কেটেছে ক্যারিবীয় মেয়েরা।
×