ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যু দন্ড

প্রকাশিত: ২২:৫৪, ৩১ মার্চ ২০১৬

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যু দন্ড

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ বড় ভাই মো. বশির হাওলাদারকে জবাই করে হত্যার অভিযোগে ছোট ভাই মো. ফিরোজ হাওলাদারকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত। আদেশে আরো উল্লেখ করা হয় যে, আগামী ৭ দিনে মধ্যে এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবে। আজ বৃহস্পতিবার জনাকীর্ন আদালতে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এ্যাড.গোলাম ওয়াহিদ চৌধুরী টেনু। এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. রেজাউল করিম। মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলা ছোট বাইশদিয়া ইউনিয়নের পূর্ব কাউখালী গ্রামের মো. বশির হাওলাদারকে ২৩-১০-১২ তারিখ রাত সাড়ে ৮ টায় তার ঘর থেকে ডেকে নিয়ে যায় মতি দেওয়ান। তার পর থেকে সে নিখোঁজ থাকেন। পরে দিন ২৪ অক্টোবর স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে জমিজমা বিরোধের জের ধরে মতি দেওয়ানকে আসামী করে মামলা করে। ২৬ অক্টোবর গভীর রাতে ঘুমের মধ্যে বড় ভাইকে খুন করেছে বলে নিজেই ডাকাডাকি শুরু করে। আশে-পাশে বাড়ির অন্য লোকজন আসলে তাদের নিয়ে ঐ এলাকার আজমলের মাছের ঘেরের পাশ নিয়ে বড় ভাইর জবাই করা লাশ দেখায় সবাইকে। বশিরের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক বিষয়টি দেখে ফেলায় তাকে খুন করে বলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দিও দেয়। পরে রাঙ্গাবালি থানা পুলিশ তার বিরুদ্ধে ১৮-০১-১৩ তারিখ আদালতে চার্জসিট দেয়। আদালতে দীর্ঘ শুনানি শেষে আজ উপরোক্ত রায় প্রদান করেন।
×