ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের দু’টি উপজেলায় চলছে ভোট গ্রহন

প্রকাশিত: ২১:৫৬, ৩১ মার্চ ২০১৬

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের দু’টি উপজেলায় চলছে ভোট গ্রহন

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্নভাবে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহন শুরুর পর থেকে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুটি উপজেলার মধ্যে মোট ১১টি ইউনিয়নে মোট ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৯৯ টি কেন্দ্রের কোনটিতেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহনের শুরুতেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকালে ভোট কেন্দ্রে মহিলাদের উপস্থিতিই ছিল বেশী। ভোট কেন্দ্রসহ আশপাশের এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে মোবাইল কোর্ট।
×