ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিমলায় পাথর উত্তোলনের অবৈধ দুই বোমা মেশিন আটক

প্রকাশিত: ১৯:৪৩, ৩১ মার্চ ২০১৬

ডিমলায় পাথর উত্তোলনের অবৈধ দুই বোমা মেশিন আটক

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ নীলফামারীর ডিমলার তিস্তা নদী সংলগ্ন এলাকায় অনুমতি বিহিন অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনে পুলিশ দুই মেশিন আটক করেছে। বুধবার রাতে এই বোমা মেশিন গুলো দক্ষিন খড়িবাড়ি এলাকা থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার ডিমলা থানার ওসি রহুল আমিন খান বলেন অবৈধ পাথর উত্তোলন মেশিন আটকের অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। এলাকাবাসী সুত্র মতে ওই বোমা মেশিন গুলো জনৈক স্বপন, মাজেদ পাটোয়ারী নামের দুই ব্যাক্তির মাধ্যমে পরিচালিত হতো। মেশিন গুলো গোপনে অবৈধভাবে গত ১৫ দিন হতে চলছিল। সুত্র মতে এলাকায় এমন অনেক মেশিন চলছে। এরমধ্যে কলোনী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আতাউর রহমান ওরফে আতা মাস্টার ঝাড়শিঙ্গেশ্বর এলাকায় ও খালিশাচাঁপানী এলাকায় প্রভাবশালী কামরুল ইসলাম অবৈধভাবে মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে।
×