ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:৫৬, ৩১ মার্চ ২০১৬

তেজগাঁওয়ে গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে একটি সড়কে গ্যাস পাইপলাইনে অগ্নিকা- এবং রামপুরায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তেজগাঁওয়ে রেডক্রিসেন্ট অফিস সংলগ্ন রাস্তায় গ্যাস লাইনে দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ থাকায় অগ্নিকা-ের ঘটনাটি ঘটে থাকতে পারে। রামপুরা বাজারের সামনে দুপুর দেড়টার দিকে ট্রাকচাপায় শিমুল হোসেন (২৪) নামে এক যুবকের মৃতু্যৃ হয়েছে। নিহতের বাড়ি শরীয়তপুরে। থাকতেন গুলশানের কড়াইল বস্তিতে। তিনি বাড্ডার শাহজাদপুরে ডোস ইন্টারনেট নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মহাখালী থেকে সাইকেলযোগে খিলগাঁও আসার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ হলেও চালক পালিয়ে গেছে। জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় পদযাত্রা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩০ মার্চ ॥ জরায়ু-মুখের ক্যান্সার সচেতনতায় ‘জননী জন্য পদযাত্রা’ গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ওই মেডিক্যাল কলেজ ক্যাম্পাস গিয়ে শেষ হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মিলনায়তনে এ সংক্রান্ত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সাহা, স্বাচিপের গাজীপুর জেলা শাখার সভাপতি ডাঃ আমির হোসেন রাহাত, পদযাত্রার সমন্বয়ক ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার, ডাঃ আবুল কালম আজাদ, ডাঃ আলী আকবর পলানসহ চিকিৎসক, শিক্ষার্থী, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
×