ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক কনস্টেবলকে চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৮, ৩০ মার্চ ২০১৬

এক কনস্টেবলকে চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ মায়ের মতো মমতা নিয়ে একজন আহত পুলিশ কনস্টেবলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনস্টেবলের স্ত্রীকে গণভবনে ডেকে নিয়ে সার্বিক খোঁজখবর নেন। সেই সঙ্গে চিকিৎসার জন্য নগদ ২ লাখ টাকা তুলে দেন আহত কনস্টেবলের স্ত্রীর হাতে। ভবিষ্যতে আহত কনস্টেবলের সুচিকিৎসা নিশ্চিত করারও আশ্বাস দেন। আবেগে কেঁদে ফেলেন কনস্টেবলের স্ত্রী। এ সময় আহতের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে সান্ত¡না দেন প্রধানমন্ত্রী। গত ২৪ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকার কলেজ গেট ট্রাফিক সিগন্যালে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মোঃ শাহানুর আলম। আচমকা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শেরেবাংলানগর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
×