ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী ও শিশু নির্যাতন বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল করার সুপারিশ

প্রকাশিত: ০০:৩৩, ২৯ মার্চ ২০১৬

নারী ও শিশু নির্যাতন বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল করার সুপারিশ

অনলাইন রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতনের বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পন্ন করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে কমিটি। এজন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে কার্যকরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। অ‍াজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এই সুপারিশ করা হয়। শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত কারিকুলাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখতে বলেছে মন্ত্রণালয়কে। প্রয়োজনে যাচাই বাছাই করে একটি কারিকুলাম শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় করেও দেখা যেতে পারে। এছাড়া বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যভিত্তিক সমন্বিত প্রতিবেদন বাংলাদেশ শিশু একাডেমি, ত্রৈ-মাসিকভাবে সংসদীয় কমিটিতে দাখিলের জন্য জোর সুপারিশ করে। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য বেগম মেহের আফরোজ, মো‍ঃ মোজাম্মেল হোসেন, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম মনোয়ারা বেগম ও বেগম ফজিলাতুন নেসা বৈঠকে অংশগ্রহণ করেন।
×