ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে শিশু রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:০৪, ২৯ মার্চ ২০১৬

শেরপুরে শিশু রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে চাঞ্চল্যকর শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) হত্যা মামলায় ৩ ঘাতকের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে জনাকীর্ন আদালতে ঐ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক সাইয়েদুর রহমান খান। একই সাথে সকলের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন শেরপুর সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার মতিউর রহমান চৌধুরীর ছেলে আব্দুল লতিফ (২১), একই এলাকার ফারুক মিয়ার ছেলে রবিন মিয়া (২০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আসলাম বাবু (২২)। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১)। রায় ঘোষণার সময় দন্ডিত ৪ জনই আদালতে উপস্থিত ছিল। এ রায় ঘোষনার মধ্য দিয়ে সরকারের ন্যায় বিচার বাস্তবায়নে অঙ্গিকারের প্রতিফলন ঘটেছে। একই সাথে রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী শিশু রাহাতের বাবা শহিদুল ইসলাম খোকন ও তার মাতা রিনা বেগম দ্রুততম সময়ে দণ্ড কার্যকরের দাবী জানিয়েছেন। তারা জেলা প্রশাসন, পুুলিশ প্রশাসনসহ শেরপুরের স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×