ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ মার্চ ২০১৬

বাংলা দ্বিতীয় পত্র

১. ‘অভিধান’ শব্দের অন্য অর্থ কী? ক) বাক্য কোষ খ) অর্থকোষ গ) শব্দকোষ ঘ) ভাষাকোষ ২. তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে? ক) ষ খ) শ গ) স ঘ) ণ ৩. লিঙ্গ কয় প্রকার? ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয় ৪. মা বললেন, “অঙ্ক করতে বসো।” বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে? ক) কমা, দাঁড়ি, ইলেক খ) কমা, উদ্ধরণচিহ্ন, দাঁড়ি গ) উদ্ধৃতিচিহ্ন, সেমিকোলন, ড্যাস ঘ) কমা, দাঁড়ি, হাইফেন ৫. নিচের কোন বানানটি সঠিক? ক) আশীস খ) দুর্নীতি গ) কিশোরি ঘ) মুমূর্ষূ ৬. ‘সাধক’ শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কোনটি? ক) সাধু খ) সাধিকা গ) সাধকা ঘ) সাধ্বী ৭. ‘তোমার নেই নেই ভাব গেল না’ কোন অর্থে দ্বিরুক্ত? ক) বিশেষণ রূপে খ) ক্রিয়া বিশেষণ গ) সামান্য অর্থে ঘ) আধিক্য অর্থে ৮. ‘নীরব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) নিঃ + রব খ) নী + রব গ) নি + রব ঘ) নীঃ + রব ৯. ভাষার মৌলিক অংশ কয়টি? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ১০. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? ক) দু শ্রেণিতে খ) তিন শ্রেণিতে গ) চার শ্রেণিতে ঘ) পাঁচ শ্রেণিতে ১১. কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? ক) কমা খ) সেমিকোলন গ) দাঁড়ি ঘ) উদ্ধরণচিহ্ন ১২. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? ক) কুলটা খ) শূদ্র গ) চাতক ঘ) কৃতদার ১৩. ‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী? ক) তালু খ) ওষ্ঠ গ) মূর্ধা ঘ) কন্ঠ্য ১৪. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী? ক) কুলিনী খ) মেয়ে কুলি গ) মজুরনী ঘ) কামিন ১৫. বাংলায় কোন কোন পদের পুরুষ নেই? ক) সর্বনাম, অব্যয় খ) বিশেষণ, ক্রিয়া গ) সর্বনাম, বিশেষ্য ঘ) বিশেষণ, অব্যয় ১৬. শিমুল মাঠে খেলতে গেল- এ বাক্যে উদ্দেশ্যপদ কোনটি? ক) শিমুল খ) মাঠে গ) খেলতে ঘ) গেল ১৭. ‘পুলিশের চোখ আসামির দিকে।’ এ বাক্যে ‘চোখ’ শব্দটির ব্যবহৃত অর্থ - ক) আঁখি খ) দৃষ্টি গ) রোগ ঘ) ফাঁকি ১৮. পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে বলে- ক) সন্ধি খ) স্বরসন্ধি গ) ব্যঞ্জনসন্ধি ঘ) বিসর্গ সন্ধি ১৯. কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে- ক) ই-কার হবে খ) ঈ-কার হবে গ) ই-কার অথবা ঈ-কার হবে ঘ) দুটোই হবে ২০. ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ক) ন খ) ণ গ) ন্ন ঘ) ন্য ২১. কমা, সেমিকোলন, কোলন, হাইফেন ব্যবহৃত হয় বাক্যের- ক) সমাপ্তিতে খ) মধ্যে গ) প্রথমে ঘ) ভূমিকায় ২২. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে ঘ) যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে ২৩. কোন বানানটি সঠিক? ক) প্রধানত খ) প্রধানত: গ) পুনপুন ঘ) পুনপুনঃ ২৪. ‘ণ্ট’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি? ক) ণ্ঠ খ) ণ্ড গ) ণ্ন ঘ) ণ্ত ২৫. দ্বিরুক্ত অর্থ কী? ক) দুইবার উক্ত খ) দুইবার ব্যাপ্ত গ) অনুক্ত শব্দ ঘ) জোড়া শব্দ ২৬. বাক্যে সামান্য বিরতির জন্য কী ব্যবহার করা হয়? ক) হাইফেন খ) কমা গ) কোলন ঘ) দাঁড়ি সঠিক উত্তর : ১. (গ) ২. (খ) ৩. (খ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ক) ৮. (ক) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (খ) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (খ)
×