ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারিকে নিউইয়র্কে বিতর্কের চ্যালেঞ্জ স্যান্ডারসের

প্রকাশিত: ০৭:২৭, ২৯ মার্চ ২০১৬

হিলারিকে নিউইয়র্কে বিতর্কের চ্যালেঞ্জ স্যান্ডারসের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী সিনেটর বার্নি স্যান্ডারস রবিবার তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রাইমারির আগে বিতর্কে অংশ নেয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন। ওই অঙ্গরাজ্যে আগামী ১৯ এপ্রিল প্রাইমারি অনুষ্ঠিত হবে। তবে স্যান্ডারস উদ্বেগ প্রকাশ করেছেন যে, হিলারি হয়ত তার সঙ্গে বিতর্কে অংশ নেবেন না। যেহেতু তিনি ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। এনবিসির ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে স্যান্ডারস বলেছেন, তিনি নিউইয়র্ক সিটিতে একটি বিতর্ক চান। ডেমোক্র্যাটরা এ পর্যন্ত আটটি বিতর্কে অংশ নিয়েছেন। এদের মধ্যে শেষ বিতর্কটি অনুষ্ঠিত হয়েছে ৯ মার্চ মিয়ামিতে এবং দলটির দুই নির্বাচনী প্রচার শিবিরই আরও দুটি বিতর্ক অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। এর একটি এপ্রিলে, অপরটি মে মাসে। স্যান্ডারসের সঙ্গে হিলারি আবার বিতর্ক নাও করতে পারেন, এ নিয়ে ভারমন্টের সিনেটর উদ্বিগ্ন কিনা, এনবিসি অনুষ্ঠানের আয়োজক চাক টডের প্রশ্নের উত্তরে স্যান্ডারস বলেন, হ্যাঁ, এ নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন। কিন্তু আমি চাই নিউইয়র্ক অঙ্গরাজ্যে একটি বিতর্ক অনুষ্ঠিত হোক। হিলারির প্রচার শিবিরের এক মুখপাত্র রবিবার এই বিতর্কের প্রস্তাব নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। শনিবার অনুষ্ঠিত তিন অঙ্গরাজ্যের ককাসে বড় ব্যবধানে জয় পাওয়ার পর হিলারির সঙ্গে ডেলিগেট ব্যবধান সত্ত্বেও স্যান্ডারস তার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে প্রত্যেকটি সুযোগ কাজে লাগাতে চান। -নিউইয়র্ক টাইমস ও এএফপি অন্ধত্বের ঝুঁকি কমায় আঙুর নতুন একটি সমীক্ষায় দেখা গেছে যে, আঙুরে প্রচুর পরিমাণে এ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর এই এ্যান্টি অক্সিডেন্ট শরীরের সুস্থ সেলের ডিএনএ নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ করে। চোখের রেটিনা এমন একটি অংশ যার পুরোটাই কোষ দিয়ে তৈরি। এই অংশের কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলেই অন্ধত্ব সৃষ্টি হয়। আঙুর এই কোষগুলোকে রক্ষা করে, ফলে কমে যায় অন্ধত্বের প্রবণতা। -জি নিউজ ড্রোন দিয়ে শহরে প্রথম ডেলিভারি প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে শহুরে এলাকায় পণ্য পরিবহনে সফল হয়েছে একটি মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ফ্লার্টি। প্রতিষ্ঠানটি জানায়, ছয় রোটরবিশিষ্ট ড্রোনটি ১০ মার্চ যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের হাওথ্রন এলাকায় একটি জনশূন্য বাড়ির সামনে পানির বোতল, খাবার ও ফার্স্ট এইড কিটের একটি প্যাকেজ নামিয়ে দিয়ে যায়। এ সময় একজন পাইলট প্রস্তুত থাকলেও তার দরকার হয়নি। এতেই প্রমাণিত হয়, ড্রোন বিদ্যুতের তার, বাড়ির ছাদ এবং স্ট্রিট ল্যাম্পের মতো শহুরে বাধাগুলো এড়িয়ে পণ্য পরিবহনে সক্ষম। -স্কাই নিউজ
×