ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘শঙ্খচিল’

প্রকাশিত: ০৭:২৩, ২৯ মার্চ ২০১৬

সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘শঙ্খচিল’

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ৬৩ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা চলচ্চিত্র নির্বাচিত হলো গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। গতকাল সোমবার এ ঘোষণা দেয়া হয়। পুরস্কার হিসেবে চলচ্চিত্রটি পাচ্ছে নগদ এক লাখ রূপি। ‘শঙ্খচিল’ যৌথভাবে প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ও মৌ রায় চৌধুরী। তাদের মধ্যে হাবিবুর রহমান খান জানান, ভারতে নিয়ম হলো ডিসেম্বরের মধ্যে কোন চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেলে তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিবেচনা করা হয়। তিনি বললেন, পুরস্কার পেলে ভাল তো লাগেই। সেরা চলচ্চিত্র হওয়ায় খুব ভাল লাগছে। আমাদের আশা, দুই বাংলাতেই দর্শকরা প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি উপভোগ করবেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। সীমান্তবর্তী মানুষদের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। এর কিছু অংশের কাজ হয়েছে সাতক্ষীরায়। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কুসুম সিকদার, সাঁঝবাতি, দীপঙ্কর দে, মামুনুর রশীদ, শাহেদ আলী, নকুল বৈদ, প্রিয়াংশু চ্যাটার্জি, রিয়াজ মাহমুদ, উষসি চক্রবর্তী, অরিন্দম শীলসহ আরও অনেকে। গত ১৩ মার্চ ইউটিউবে উন্মুক্ত হয় ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের ট্রেলার। মুক্তি পেয়েছে একটি গানও। জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতাকে গান হিসেবে গেয়েছেন ওপার বাংলার দুই শিল্পী রূপঙ্কর বাগচী ও অন্তরা চৌধুরী। এর আগে ফকির লালনকে নিয়ে দুই বাংলার যৌথ প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পায়। ২০১১ সালে সেরা সংহতির জাতীয় চলচ্চিত্র হিসেবে এটি পেয়েছে নার্গিস দত্ত পুরস্কার।
×